চট্টগ্রাম, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ ভেঙে পড়ে হেলাল উদ্দীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত হেলাল উদ্দীন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার কামাল উদ্দীনের ছেলে।
তার সঙ্গে কাজ করা নির্মাণ শ্রমিক আব্দুল খলিল জানান, সকালে ভবনে কাজ করতে গিয়ে হেলালের উপর নির্মাণাধীন ছাদের অংশ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।