ঢাবি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:৪০

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২০২৩ ও ২০২৪ সালের ‘বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম।

স্বাগত বক্তব্য দেন হল সাহিত্য ও সাংস্কৃতিক উদযাপন কমিটির আহ্বায়ক ও খণ্ডকালীন শিক্ষক মনিরা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল সংসদের সাধারণ সম্পাদক নিশিতা জামান নিহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) রাফিয়া রেহনুমা হৃদি, অন্যান্য প্রতিনিধি, আবাসিক শিক্ষকবৃন্দ এবং হলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে হলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন, যা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ
ইরানে চিকিৎসক হত্যার দায়ে জনসমক্ষে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী
বোয়ালখালীতে সুরঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া 
কুমিল্লা রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মালামাল জব্দ
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জন : শিক্ষা উপদেষ্টা
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১
১০