গোপালগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:৪৬
জেলার টুঙ্গিপাড়া উপজেলায় মঙ্গলবার প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ছবি : বাসস

গোপালগঞ্জ, ২১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্যা।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. আবুল বাশার মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার সহ স্থানীয় কৃষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় একহাজার ৫৭০ জন কৃষকের মধ্যে খেসারি, মসুর ও সরিষা ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। জনপ্রতি খেসারি বীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি। সরিষা চাষের জন্য জনপ্রতি এককেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং মসুর চাষের জন্য জনপ্রতি দুইকেজি বীজ, ডিএপি সাড়ে ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০