ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৬
ছবি : বাসস

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক শাফায়াত সুলতান শুভেচ্ছা বক্তব্য দেন। ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন সাদী ও শাহরীমা এহসান ইমরা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মূল দায়িত্ব পড়াশোনা করা, তবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি তাদের সহশিক্ষামূলক ও গবেষণামূলক কর্মকাণ্ডেও যুক্ত হতে হবে। সততা, পরিশ্রম ও বিনয়ই সফলতার চাবিকাঠি।

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ধারণ করে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে এবং জুলাই আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির বৈঠক
১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
১০