চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৫
মিরসরাইয়ে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার মিরসরাইয়ে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ রশিদা (৩৮) ও রোকেয়া বেগম (৩৬) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বুধবার সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর এলাকার নজু মিয়ার মেয়ে রশিদা ও চট্টগ্রামের পাহাড়তলী থানার সালেহ আহমেদের মেয়ে রোকেয়া বেগম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুই নারী যাত্রীবেশে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী ‘দুলালি স্পেশাল’ পরিবহনের একটি বাসে করে গাঁজা বহন করছে। পরে র‌্যাবের একটি দল মিরসরাই বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় পালানোর চেষ্টা করলে দুই নারীকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর মোজাফ্ফর হোসেন বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রামগামী ‘দুলালি স্পেশাল’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রশিদার ব্যাগ থেকে ১০ কেজি এবং রোকেয়ার দু’টি ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। গ্রেফতার দুই নারী পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত মাদকসহ তাদের মিরসরাই থানা পুলিশের কাাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০