চবিতে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।

নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান। ফারসি ভাষায় বক্তব্য রাখেন ইরানের শাহরে কোরদ বিশ্ববিদ্যালয় থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক (পরিদর্শক) মেহরান নাজ্জাফি হাজিবার। তার বক্তব্য বাংলায় উপস্থাপন করেন একই বিভাগের প্রভাষক মিজানুর রহমান।

‘কাজী নজরুল ইসলামের সঙ্গে ফারসি কবিতার সম্পর্ক’ শীর্ষক বক্তব্যে মেহরান নাজ্জাফি হাজিবার বলেন, ফারসি ভাষা ও সাহিত্যের প্রেরণায় নজরুল উর্দু ও বাংলা উভয় ভাষাকেই নতুন এক সৌন্দর্য ও গভীরতায় পৌঁছে দিয়েছিলেন। যদিও তার কবিতা বাংলায় রচিত, তবু তাতে ফারসির প্রাণ প্রবাহিত। মনে হয় প্রতিটি পংক্তিতে ফারসি গজলের অনুরণন বাজছে।

তিনি আরও বলেন, ‘নজরুলের কবিতায় আমরা সেই কোমল, সুরেলা সঙ্গীতধ্বনি শুনতে পাই, যা ফারসি গজলের বৈশিষ্ট্য, আধ্যাত্মিক ভাব, সত্যের অন্বেষণ, মানবপ্রেম, স্বাধীনতার বন্দনা। তার কাব্যরস আমাদের মনে করিয়ে দেয় হাফেজ, রুমি ও সাদির উত্তরাধিকারকে। তিনি ফারসি কবিদের মতোই মানবতার আহ্বান জানান, সহমর্মিতা ও জাগরণের কথা বলেন এবং মানুষকে মর্যাদার আসনে বসান।’

সেমিনারে “ঔপনিবেশিক আধুনিকতার ‘অপর’ ও নজরুল সাহিত্য” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি তার বক্তব্যে বলেন, নজরুলের কবিতা হাজির করেছে বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র বিপ্লবী ইমেজ। বিপ্লব একটি রাজনৈতিক ও দার্শনিক বর্গ। এর বাইরে বিপ্লবী মুহূর্তের কিছু পূর্বশর্ত থাকে; থাকে ঘটমানতা ও বিপ্লব-পরবর্তী আশাবাদ। এর প্রতিটি অঙ্গই নজরুলের রচনায় কাব্যভাষার বদান্যতায় কাব্যিক ইমেজে প্রকাশিত হয়েছে।

মোহাম্মদ আজম আরও বলেন, বিপ্লবী ইমেজের সঙ্গে নজরুল নিপুণভাবে যুক্ত করেছেন ব্রিটিশ-বিরোধী লড়াইয়ের সম্ভাব্য পরম রূপ, আর বিপ্লবের নৈতিক-দার্শনিক ভিত্তি।

সমালোচকগণ এ দুটি দিক বিশদভাবে বিশ্লেষণ করেছেন, কিন্তু সাধারণভাবে আবশ্যিক নজরুলীয় বর্গ হিসেবে 'বিপ্লব' গত একশ’ বছর প্রায় অনুল্লেখিতই থেকে গেছে। 'বিদ্রোহ' বর্গটার ওপর অধিকতর জোর পড়া এর অন্যতম কারণ।

মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, নজরুল হিমালয়ের চেয়েও উঁচু ছিলেন। তিনি ছিলেন বিপ্লবী। ভারতবর্ষের একটি মাটিও তিনি পরাধীন রাখতে চাননি। নজরুল ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি। মার্কসকে গ্রহণ করলেও তিনি কখনো নাস্তিকতাকে গ্রহণ করেননি। তিনি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে থাকতেন, তবে কখনো তাদের আদর্শ গ্রহণ করেননি। নজরুল সাধারণ মানুষের কবি, নজরুল আমাদের কবি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল হোসেন বলেন, কাজী নজরুল ইসলাম একজন লেখক হিসেবে, গায়ক হিসেবে, কবি হিসেবে, গীতিকার হিসেবে, এদেশের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি সবকিছুতেই তিনি সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন। আমরা নজরুলকে স্মরণ করি কবিতায়, গানে, গজলে। অন্যায়, অনিয়ম ভেঙে নতুন সমাজ গঠন করার জন্যে।

অনুষ্ঠানে কবি রেজাউদ্দিন স্টালিন ও অধ্যাপক মোহাম্মদ আজম যৌথভাবে নজরুল পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন নজরুল গবেষকের নিকট। তারা হলেন- বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আমীন ও অধ্যাপক শারমিন মুস্তারী।

পাশাপাশি নজরুল গবেষণা কেন্দ্র আয়োজিত ‘নজরুল সপ্তাহ’ (১৬-২৩ অক্টোবর) উপলক্ষে আয়োজিত নজরুল কুইজ, গীতি ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ী দশ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে নজরুল কুইজ প্রতিযোগিতায় তিনজন, কবিতা প্রতিযোগিতায় তিনজন এবং সংগীত প্রতিযোগিতায় চারজন বিজয়ী হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির বৈঠক
১০