রাজশাহীর শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান মেলা শুরু

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:০১
রাজশাহীর আজ শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান মেলা শুরু। ছবি : বাসস

রাজশাহী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী এসএমএনএসএসসি ১০ম আন্ত: বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। 

প্রথম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলা, তাদের অভিনব চিন্তা চেতনার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ গবেষক হিসেবে তৈরিতে উদ্বুদ্ধ করাই এই মেলার মূল লক্ষ্য। 

‘বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি’ প্রতিপাদ্যে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুল মেমোরিয়ালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান এম. এ মান্নান খান।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, রাজশাহীর পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান ভূঁইয়। 

তিনি বলেন, বিদ্যালয়ের কাজ হলো লেখাপড়া করানো। টাকা পয়সা খরচ করে কেউ বিজ্ঞান মেলা আয়োজন করতে চায় না, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান যারা অনেক টাকা পয়সা, মেধা, শ্রম দিয়ে প্রতি বছর উৎসবমুখর বিজ্ঞান মেলার আয়োজন করে চলেছে। বিদ্যালয়ের এই অবদানকে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার ক্ষেত্রে অতুলনীয় প্রচেষ্টা বলে অভিহিত করেন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, ঢাকার ড. মো: সেলিম খান, সাধারণ বীমা কর্পোরেশনের এজিএম ও জোনাল ইনচার্জ রাজশাহীর সুপ্রতীভ হালদার, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।

মেলার আয়োজক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহীর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমান বলেন, বিজ্ঞান চর্চায় ক্ষুদে বিজ্ঞানীদের আগ্রহী করে তোলাই আমাদের চেষ্টা। আশা করি শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে ভালো কিছু করবে। 

অনুষ্ঠানে আরও ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহীর অধ্যক্ষ আহবায়ক বিরাজ আহমেদ, উপাধ্যক্ষ কামনা রানি, তালাইমারী শাখার সহকারী অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ তুহিনা পারভীন ইলা প্রমুখ। 

মেলায় ক, খ, গ এবং ঘ গ্রুপে মোট ১৪৪ টি স্টল স্থান পেয়েছে। ৪৫০ জন শিক্ষার্থী বিভিন্ন স্টলে অংশগ্রহণ করে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির বৈঠক
১০