ভোলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:১৩

 ভোলা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।   

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোতবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প পরিচালনা করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। 

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোস্টগার্ড বেইস ভোলা এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পে ২৮৩ জন অসহায় মানুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

একইসঙ্গে সকাল ১১ টায় কোস্টগার্ড বরিশালের কালিগঞ্জে অনিবন্ধিত ১০০ জেলেদের মধ্যে ত্রাণ বিতরণ করে। এ সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীগণ। মতবিনিময় সভায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও মৎস্যজীবীদের সমস্যা এবং উত্তরণের পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
১০