ভোলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:১৩

 ভোলা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।   

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোতবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প পরিচালনা করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। 

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোস্টগার্ড বেইস ভোলা এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পে ২৮৩ জন অসহায় মানুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

একইসঙ্গে সকাল ১১ টায় কোস্টগার্ড বরিশালের কালিগঞ্জে অনিবন্ধিত ১০০ জেলেদের মধ্যে ত্রাণ বিতরণ করে। এ সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীগণ। মতবিনিময় সভায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও মৎস্যজীবীদের সমস্যা এবং উত্তরণের পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০