চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, গ্রেফতার ৭

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:২২

চট্টগ্রাম, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহারিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন রাজু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪ তলা বাসায় প্রবেশ করে। এ সময় বাসার দুই নারীকে ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করে। ডাকাতদল ওই বাসা থেকে একটি করলা ক্রস গাড়ি ও টাকাসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন রাজু জানান, গতকাল নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাতজনকে গেফতার করা হয়। 

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
১০