রংপুরে হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে মালামাল লুট

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:৫৮
ছবি : বাসস

রংপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুরের তারাগঞ্জে একটি হিমাগারে নৈশপ্রহরী ও কর্মচারীদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের এনএন হিমাগারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও হিমাগার কর্তৃপক্ষ জানায়, সংঘবদ্ধ একদল ডাকাত রাত ৩ টার দিকে হিমাগারে প্রবেশ করে। এরপর কৌশলে নৈশপ্রহরী সোহেল রানা, মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম ও সুজন বাবুকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। পরে অফিস কক্ষে ঢুকে সিন্দুক ভেঙে ১৩ লাখ ৫৪ হাজার ৯২০ টাকা, ৪২ ইঞ্চি টেলিভিশন ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক লুট করে নিয়ে যায় তারা।

সরেজমিনে দেখা গেছে, অফিস কক্ষের সব ড্রয়ার খোলা অবস্থায় পড়ে আছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র। পড়ে আছে ভাঙা সিন্দুক। 

হিমাগারের মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম বলেন, ডাকাতেরা হিমাগারের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মেশিন রুমে এসে আমাদের দুজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে।

তালা কেটে আমাদের দুজনকে অফিসকক্ষে নিয়ে যায়। এরপর মেশিন রুম থেকে সাবল আনতে গিয়ে সুজনকেও অফিসে নিয়ে আসে। সেখানে তারা সিন্দুক ভেঙে টাকা, টিভি ও সিসিটিভির মেশিন নিয়ে পালিয়ে যায়। তাদের মুখ মাঙ্কি টুপি দিয়ে ঢাকা ছিল।

এনএন হিমাগারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, রাত ৩টা ৫০ মিনিটের দিকে হিমাগার থেকে ফোনে জানানো হয়, ডাকাতি হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই এবং ঘটনাস্থলে যাই। পরে ওসি সাহেবও এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
১০