খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২০:২০
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

খুলনা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে শুরু হয়। 

প্রথম আলো ও গুগলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, প্রথম আলোর ডিজিটাল সেকশনের সিনিয়র ম্যানেজার এ. এফ. এম. খায়রুল বাশার, খুলনা অফিস প্রধান উত্তম মণ্ডল এবং ডিজিটাল টিমের মানিক হাসান তানভির ও সাকিবুল আলম।

শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন।

খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। 

অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিচালিত কর্মশালায় গুগলের অন্তর্ভুক্ত পাঁচটি এআই অ্যাপ্লিকেশন- জেমিনি এআই, পিনপয়েন্ট, নোটবুকএলএম-সহ আরও কিছু টুলের ব্যবহার, যাচাই-বাছাই এবং ডিজিটাল সাংবাদিকতায় এদের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আধুনিক সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করছে। এর মাধ্যমে তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও বিশ্লেষণ আরও গতিশীল হচ্ছে এবং এআই ভবিষ্যতের সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রায় ৭৪ জন শিক্ষার্থী এবং শিক্ষকরা যোগ দিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০