টাঙ্গাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:০৩
টাঙ্গাইলে আজ বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু। ছবি : বাসস

টাঙ্গাইল, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

রবি মৌসুমে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমাতে ২০২৫-২৬ অর্থবছরে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারির ডালে বীজ ও সার বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান জানান, উদ্বোধনী দিনে মামুদনগর ও নাগরপুর সদর ইউনিয়নের ১০ হাজার ১৩০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য ইউনিয়নের কৃষকদেরও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল মোমিন, বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানার ওসি (তদন্ত) মোঃ আ. কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
তেল অনুসন্ধান লাইসেন্স নিয়ে ইউরোপীয় আদালতের জলবায়ু রায়ের মুখোমুখি নরওয়ে
রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ 
বাড়তে পারে রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
উ. কোরিয়া কর্তৃক অপহৃত জাপানিদের পরিবারের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
রংপুরে ৪৭ শতাংশ শিশুকে টিকা প্রদান সম্পন্ন
শিশু সন্তানদের মানুষ করতে চাকরি করবেন প্রিয়া, কি করে বইবেন বেদনার ভার!  
জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন
গোপালগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
১০