রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের কমিটিতে ৩৩% নারী সদস্য অন্তর্ভুক্তির দাবি 

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:২১
ঝালকাঠি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। ছবি: বাসস

ঝালকাঠি, ২৮ অক্টোবর ২০২৫(বাসস) : দেশের রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ। আজ দুপুরে জেলায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান। 

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হোক পরিবর্তনের অঙ্গীকার’-এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ অন্যান্য রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও এনসিপি নেত্রী মুয়াবিয়া মামুন। 

অ্যাডভোকেট সাকিনা আলম লিজা বলেন, বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি বলেন, রাজনৈতিক দলে নেতৃত্বের আসনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সত্যিকারের গণতন্ত্র সম্ভব নয়।

মুয়াবিয়া মামুন বলেন, দেশের অগ্রযাত্রায় নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সব দলের কেন্দ্রীয়সহ সর্বস্তরের কমিটিতে অন্তত ৩৩% নারী সদস্যের উপস্থিতি নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে টেকসই পরিবর্তনের ভিত্তি হিসেবে তুলে ধরে এ দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ঝালকাঠি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
১০