সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:২৩
সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ । ছবি : বাসস 

সাতক্ষীরা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস):  জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায়   বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী অভিযানকালে নিষিদ্ধ মাদক এবং ভারতীয় শাড়ি ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ ২৪ হাজার চারশ’ টাকা।

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি নামক স্থান হতে, গাজিপুর বিওপির আভিযানিক দল একই উপজেলার বোস্তানের ঘের নামক স্থান হতে, ঘোন বিওপির আভিযানিক দল ঘোনা বাজার নামক স্থান হতে, কালিয়ানী বিওপির আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে এবং তলুইগাছা বিওপির আভিযানিক দল শালবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। 
 
এছাড়া, কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট,  ওষুধ ও শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ফুলতলা বাজার ও তেতুলবাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ ২৪ হাজার চারশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না : নাহিদ ইসলাম
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী লায়লা ও ছেলে তমালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : মীর হেলাল 
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবলের তৃতীয় দিনের ফল
১০