
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নির্দেশনা অনুযায়ী, নতুন ই-রেজিস্ট্রেশন করা ও যাদের আগেই ই-রেজিস্ট্রেশন করা আছে তাদেরও ৫ নভেম্বরের মধ্যে প্রোফাইল হালনাগাদ করতে হবে।
এনটিআরসিএ-এর নির্দেশনা দেওয়া এ সংক্রান্ত একটি চিঠি সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর নিয়োগ সুপারিশ কার্যক্রম গ্রহণ করার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) ইতোপূর্বে ই-রেজিস্ট্রেশন করেনি, তাদের নতুনভাবে ই-রেজিস্ট্রেশন করা এবং যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান আগেই ই-রেজিস্ট্রেশন করা আছে, তাদের প্রোফাইল আগামী ৫ নভেম্বরের মধ্যে হালনাগাদ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে নতুনভাবে ই-রেজিস্ট্রেশন এবং প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করা না হলে, পরবর্তীতে এই প্রতিষ্ঠান থেকে অনলাইনে এনটিআরসিএ বরাবর নিয়োগযোগ্য শিক্ষক চাহিদা (ই-রিকুইজিশন) দেওয়া সম্ভব হবে না।
এতে আরও বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজস্ব প্রোফাইলও হালনাগাদ করতে হবে।
উল্লিখিত কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd)ই-রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ এবং তার জেলার আওতাধীন সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হলো।