
চাঁদপুর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৩ শতাধিক কেজি পচা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা এ ইলিশ পরে মাটি চাপা দেওয়া হয়। একইসঙ্গে এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে একটি ট্রলারে পচা ইলিশ মাছ পাওয়ায় ভোলার মনপুরা থেকে আসা মাছ ব্যবসায়ী হেলাল মাঝিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই ব্যক্তির পক্ষে মোস্তফা মাল নামের স্থানীয় মাছ ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন।
এ সময় পচা ইলিশে (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) কেরেসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।