চাঁদপুরে পচা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:২১
পচা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা। ছবি : বাসস

চাঁদপুর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৩ শতাধিক কেজি পচা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। 

ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা এ ইলিশ পরে মাটি চাপা দেওয়া হয়। একইসঙ্গে এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে একটি ট্রলারে পচা ইলিশ মাছ পাওয়ায় ভোলার মনপুরা থেকে আসা মাছ ব্যবসায়ী হেলাল মাঝিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই ব্যক্তির পক্ষে মোস্তফা মাল নামের স্থানীয় মাছ ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন।

এ সময় পচা ইলিশে (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) কেরেসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০