রায়গঞ্জে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৩:৫৮
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।

আজ রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ও কৃষিবিদ গোলাম রব্বানী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৯ হাজার ৩৮০ বিঘা জমিতে গম, সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসল চাষ করা হবে।

এর মধ্যে ৯০ বিঘা জমিতে গম, ৯ হাজার ১৯০ বিঘায় সরিষা, ২০ বিঘায় সূর্যমুখী, ২০ বিঘায় চিনাবাদাম, ২০ বিঘায় পেঁয়াজ, ২০ বিঘায় মসুর, ২০ বিঘায় খেসারি এবং ২০ বিঘায় অড়হড় ফসলের আবাদ করা হবে। প্রতিটি ফসলের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা শীতকালীন রবি মৌসুমে লাভজনক ফসল চাষে আরও উৎসাহিত হবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

সুবিধাভোগী কৃষকরা জানান, সরকারি এই সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমাতে এবং ফলন বাড়াতে সহায়ক হবে। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অনেক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
১০