হবিগঞ্জে এনসিপির নতুন কমিটি

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৩:৫৬
আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী মুবিন ও ইস্তার মিয়া তালুকদার। ফাইল ছবি

হবিগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস ) : আবু হেনা মোস্তফা কামালকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুবুল বারী মুবিনকে সদস্য সচিব ও ইস্তার মিয়া তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

শনিবার রাতে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাক্ষরিত পত্রে ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির উল্লেখ্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরদ্দিন আহমেদ জাকি, যুগ্ম আহ্বায়ক শকিল মোহাম্মদ, নজরুল আজিজ জুনেদ, আব্দুল হাই কামাল আব্দুল বাসিত তরফদার, নুরুল হক টিপু, শাহাজাহান মিয়া, আব্দুল্লাহ আল কাফি, আসমা চৌধুরী, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ মনির, ফারুক মিয়া মাস্টার। 

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মীর দুলাল, ইফতেখার আহাদ নাইম, কামাল আহমেদ, শাহ সৈয়দ উল হাসান সাঈদ, এম এ শহীদ, সালমা আহসান, শেখ রুবেল আহমেদ ও শফিকুল ইসলাম সেলিম।

নব-নির্বাচিত আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, নতুন কমিটি পেয়েছি। সকলের সহযোগিতায় উপজেলা সমন্বয় কমিটিগুলো পূর্ণাঙ্গ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
১০