চাঁপাইনবাবগঞ্জে ভারী বৃষ্টিতে পানির নিচে ফসলি জমি, ভেঙে পড়েছে সড়ক

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৬:১৮
একটানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে সড়ক ও কালভার্ট। ছবি : বাসস

।। মোহা. শরিফুল ইসলাম।।

চাঁপাইনবাবগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত একটানা ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, ভেঙে পড়েছে সড়ক ও কালভার্ট। ভারী বর্ষণে জেলার বিভিন্ন রাস্তা, পাড়া-মহল্লা ও সরকারি-বেসরকারি স্থাপনায় পানি আটকে আছে।  

বিশেষ করে জেলা শহরের আদালত এলাকায় জেলা জর্জ ও জেলা প্রশাসকের বাসভবনেও পানি ঢুকেছে। এছাড়া সার্কিট হাউজ এলাকাতেও হাঁটু সমান পানি। এতে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। এছাড়া ভারি বৃষ্টিপাতে সদর উপজেলার হোসেন ডাং এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে নির্ধারিত সময়ের ট্রেন কয়েক ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল হক বলেন, বৃষ্টির পানি নেমে গেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার দুই ঘণ্টা ১৭ মিনিট পর সকাল ৮টা ১৭ মিনিট ছেড়ে গেছে। জেলার ৫ উপজেলার বিভিন্ন আবাদি জমির শীতকালীন সবজি- পেঁয়াজ, টমেটো, আলু ডুবে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন।

জেলার কয়েক এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোথাও সদ্য রোপণ করা হয়েছে বীজ। কোথাও বীজ ফেটে চারা গজিয়েছে, কোথাও আবার ফসল ১ থেকে ২ ইঞ্চি বড় হয়েছে। বৃষ্টিতে বেশিরভাগ জমিতেই পানি জমেছে। ফসল বাঁচাতে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন কৃষকরা। পেঁয়াজ, রসুন এবং আগাম জাতের শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, মুলাসহ বিভিন্ন শাক-সবজির গাছও মাটিতে লুটিয়ে পড়েছে। ক্ষেতের সবজি রক্ষায় আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন কৃষকেরা।

এদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লছমানপুর (নতুন গ্রাম) এলাকায় পাগলা নদীর পাশের সড়কে নির্মিত একটি কালভার্ট প্রবল স্রোতে ধসে পড়েছে। এতে কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ায় তাদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

নাচোল উপজেলার খোলসি গ্রামের কৃষক আজাহার হোসেন বাসসকে বলেন, গত ১০ বছরে এ সময়ে এত বৃষ্টি দেখিনি। প্রবল বৃষ্টিতে আমার কয়েক বিঘা জমির আলু পানিতে তলিয়ে গেছে।

শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, ২৫ দিন আগে তিন বিঘা জমিতে মাসকলাই রোপণ করেছিলাম। গাছপালা ভালোই হয়েছিল তবে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে সব তলিয়ে গেছে। 

শিবগঞ্জ পৌর এলাকার কৃষক জাকারিয়া জানান, খুব আশা করে দুই বিঘা জমিতে পেঁয়াজ, রসুন ও শীতকালীন শাক-সবজি লাগিয়েছিলাম। কিন্তু জমিতে পানি জমে যাওয়ায় শিকড় পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি দ্রুত না নামলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা।

ভোলাহাট উপজেলার ফুটানিবাজার এলাকার আব্দুর রশিদ বলেন, বৃষ্টিতে আমাদের এলাকার বেশ কিছু সবজি ও ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। এতে মরিচ, আলু, ফুলকপি ও টমেটোর জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সদরে। ২৪ ঘণ্টায় সেখানে ২৬০ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া শিবগঞ্জে ১৭৫ মিলিমিটার, গোমস্তাপুরে ১৮০ মিলিমিটার, নাচোলে ১৭৫ মিলিমিটার ও ভোলাহাটে ১৬৫ মিলিমিটার। জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৯১ মিলিমিটার।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী বাসসকে জানান, হঠাৎ প্রবল বৃষ্টিতে পেঁয়াজ, রসুনসহ শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলায় ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, সরিষা, বিভিন্ন সবজি, পেঁয়াজ, মাসকলাই, ভুট্টা, স্ট্রবেরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০