নীলফামারীতে তিন দিনের বৃষ্টিতে শীতের আগমনী

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৬:৫৭ আপডেট: : ০২ নভেম্বর ২০২৫, ১৮:১২
ছবি : বাসস

ভুবন রায় নিখিল

নীলফামারী, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় টানা তিনদিন ধরে ঝরেছে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ছিল বিরামহীন গুড়ি গুড়ি বৃষ্টি। আজও মেঘলা আকাশ আর হিমেল হাওয়া শীতের আগমনী বার্তা দিচ্ছে। জেলায় গত তিনদিনের মেঘলা আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরায় শহর, হাট-বাজারে কমেছে জনসমাগম। বৃষ্টির সঙ্গে হালকা হিমেল বাতাসে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, জেলা জুড়ে তিনদিন ধরে দিনের তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও রাতের তাপমাত্রা আরও কমে যায়। 
স্থানীয় কৃষকরা বলছেন, শীতের বার্তায় কৃষির তেমন ক্ষতি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে ক্ষতি হচ্ছে আগাম আলু ও শাকসবজী ক্ষেতের। অনেকে আলু চাষের জমি তৈরি করলেও বৃষ্টির কারণে পিছিয়ে পড়েছে বীজ রোপণ।

জেলা সদরের টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের কৃষক আলী সাদ্দাম (৩৪) বলেন, ‘এই সময় হামরা আগুর (আগাম) আলু করি, সরিষা ফেলাই, শীতের সবজি করি। এইবার বৃষ্টির কারণে জমি চাষ করেও কিছু করির পেরেছি না। এবারের বৃষ্টিতে হামার আবাদের ক্ষতি হলো’।

একই গ্রামের কারিমুল ইসলাম (২৫) বলেন,‘কয়দিন থাকি আবহাওয়া খারাপ। এই আবহাওয়াত আগাম ঠান্ডা নামিছে’। 

তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোহসিন রেজা বাসসকে বলেন, ‘বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই বৃষ্টিতে শীতকালীন ফসলের কোনো ক্ষতি হবে না। মাঠের বেশিরভাগ ধান পেকে গেছে, সেগুলোরও ক্ষতির আশঙ্কা নেই। এমন বৃষ্টিতে শীতকালীন ফসল চাষের তেমন ব্যাঘাত হবে না’।

জেলার সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, ‘ভারতের উড়িষ্যাসহ কয়েকটি রাজ্যে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস’।

এদিকে শীতের আগমনীর সাথে সাথে দৈনন্দিন জীবনে শুরু হয়েছে শীত মোকাবেলার প্রস্ততি। শীতের হাত থেকে রেহাই পেতে নতুন লেপ, কাঁথা কারিগরদের কাছে ছুটছে মানুষ।  

দীর্ঘদিন ধরে জেলা শহরে লেপ-তোষক তৈরির ব্যবসা করেন মো. ইউছোপ আলী (৬৫)। তিনি বলেন,‘অন্যান্য বছর কালিপূজার পর থেকে শীতের আমেজ শুরু হয় এলাকায়। অক্টোবর মাসের শেষের দিকে শীতের লেপ তৈরির কাজ শুরু করি। এবার কিছুটা দেরি হয়েছে। তবে চলতি আবহাওয়ায় শীত নামতে শুরু করেছে’।

জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফ (৬০) বলেন,‘আমাদের এলাকায় সাধারণত অক্টোবরের ১৫ তারিখের পর থেকে হালকা শীত নামতে শুরু করে। এবার কিছুটা দেরিতে হলেও নভেম্বরের প্রথম থেকে শীত নামতে শুরু করেছে। এটি চলমান থাকবে বলে আমি মনে করছি। কারণ কয়েকদিন ধরে ভোরে কুয়াশা ঝরতে দেখেছি। এখন গুড়ি গুড়ি বৃষ্টিতে শীত অনুভুত হচ্ছে। এরপর বৃষ্টি না থাকলেও ভোরে হালকা কুয়াশা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে’।

জেলা শহরের নতুন বাজার এলাকার এনজিও কর্মী সালমা আক্তার (৪৫) বলেন,‘গত কয়েক দিনের আবহাওয়ায় শীতের আমেজ শুরু হয়েছে। রাতে ভারী কম্বল ছাড়া ঘুমানো যাচ্ছে না। এরই মধ্যে পরিবারে শীতের কাপড় গুছানো শুরু হয়েছে। এবার চলতি আবহাওয়ার মধ্যে দিয়ে এলাকায় শীতের আগমন ঘটেছে’।

জেলার সৈয়দপুর আবহওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, ‘ভারতের উড়িষ্যাসহ কয়েকটি রাজ্যে সৃষ্ঠ ঘুর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ ও বৃষ্টি হচ্ছে। আগামীকাল সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে। আজ রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার বৃষ্টিপাত হয়েছে ৯ মিলিমিটার। গতকাল শনিবার ছিল ৩৪ মিলিমিটার।

তিনি বলেন,‘জেলায় সাধারণত অক্টোবরের ১৫ তারিখের পর থেকে হালকা শীত নামতে শুরু করে। এবার কিছুটা দেরী হলেও নভেম্বর মাসের প্রথম থেকে শীত নামতে শুরু করেছে। আগামীকাল সোমবার থেকে বৈরী আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও সকালে এবং রাতে শীত অনুভুত হবে। এরপর থেকে ধীরে ধীরে শীত বাড়তে থাকবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০