প্রথমবারের মতো স্নাতকোত্তর থিসিসে গবেষণা অনুদান দিলো জবি

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৭:১০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান প্রদানের উদ্যোগ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স রুমে সহায়তা হিসেবে চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও দোয়ার নিদর্শনস্বরূপ কিছু করতে পারায় আমরা আনন্দিত। খুব শীঘ্রই পিএইচডি গবেষকদের জন্যও অনুরূপ বৃত্তি চালু করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের থিসিসে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অনুদান প্রদান একটি যুগোপযোগী পদক্ষেপ। অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে নিয়োজিত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে এবার ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন শিক্ষার্থীকে প্রায় ৫০ লাখ টাকার গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে । প্রতিটি শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবেন, যা ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে। এ অর্থ শুধুমাত্র গবেষণা-সংক্রান্ত কাজে ব্যয়যোগ্য।

অনুষ্ঠানে প্রতিটি অনুষদ থেকে দু’জন করে শিক্ষার্থী চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০