জুলাই সনদ বাস্তবায়নের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে এনসিপি : নাহিদ

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৮:০১
ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল জুলাই সনদ ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন এবং এর পূর্ণ আইনি বৈধতা নিশ্চিত করার পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায়।

আজ রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট আমরা নির্বাচনের দিনও করতে পারি, আগেও করতে পারি। বরং এটি সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া উচিত, এটা তাদের প্রশাসনিক এবং আইন-শৃঙ্খলার ক্ষমতার ওপর নির্ভর করে।

এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, চলতি মাসের মধ্যেই আদেশ জারি হয়ে যাওয়া উচিত। মৌলিক সংস্কারে যে জায়গাগুলোয় ঐকমত্য হয়েছে—আমরা মনে করি, সেসব বিষয়ে গণভোটে যাওয়া উচিত। গণভোট নির্বাচনের দিন হতে পারে, আগেও হতে পারে। এটা সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন হওয়া উচিত, তা নিয়ে আমরা বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় বিতর্ক দেখছি।

গণভোট আগে হবে, না নির্বাচনের দিন হবে—এটা নিয়ে বিএনপি-জামায়াত আবার একটা দ্বন্দ্বে চলে গেছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ দ্বন্দ্ব অযথা ও অপ্রয়োজনীয় বলেও জানান তিনি।

নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব দলের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে—ঐক্যবদ্ধ থাকুন। সংস্কার প্রক্রিয়া একমত হলে সম্মিলিতভাবে তা সম্পন্ন করতে হবে।

তিনি উল্লেখ করেন, এনসিপি সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পর্কিত ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোকে সমর্থন করে—যার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং সাংবিধানিক ও বিচারিক পদে নিয়োগ।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি—এই সংস্কারগুলো একটি গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়া উচিত।

এনসিপি কোনো জোটে যাচ্ছে কি না—এ প্রশ্নে নাহিদ বলেন, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে, তাহলে তাদের সঙ্গে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে, এ রকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
১০