নির্বাচনের পর এবার তাবলীগের বিশ্ব ইজতেমা হবে : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৮:২১
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের পর তাবলীগের এবারের বিশ্ব ইজতেমা হবে।

আজ রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলীগের দুই পক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন ইজতেমা নিয়ে তাবলীগের মুরুব্বীদের সাথে আলোচনা করেছি। যেহেতু সামনে নির্বাচন, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। ইলেকশনের আমেজ শুরু হয়েছে। 

আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইজতেমা হবে ইলেকশনের পরে।

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের ভিতরে হলে রমজান মাসে ইজতেমা হচ্ছে না। নির্বাচনের পরে কখন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরে বসে সিদ্ধান্ত নিতে হবে।

উপদেষ্টা বলেন, তবে সিদ্ধান্ত হয়েছে যে, তাবলীগের বিশ্ব ইজতেমা  ইলেকশনের আগে হচ্ছে না। 

ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে।

তিনি বলেন, উভয় গ্রুপের এজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। উভয় গ্রুপের সম্মতি অনুযায়ী তারিখ ঠিক করা হবে। তিনজন উপদেষ্টার উপস্থিতিতে তারা সম্মত হয়েছেন।

একসাথে হওয়ার সুযোগ নাই, তাই আলাদা আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে কোন সময় ইজতেমা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন আপাতত পিছানোর কোন লক্ষণ নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

উপদেষ্টা বলেন, তাবলীগের মুরুব্বীরা একমত হয়েছেন যে, ইলেকশনের আগে বিশ্ব ইজতেমা হওয়াটা যুক্তিযুক্ত হবে না।

উপদেষ্টা বলেন, যদি নির্বাচনের পরে ইজতেমা অনুষ্ঠিত হয় তাহলে কোন গ্রুপ কখন আয়োজন করবে তা এখনো নির্ধারিত হয় নাই। নির্বাচনের পরে ওনারা বসে আবার আলোচনার মাধ্যমে তারিখ ঠিক করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০