চলন বিলে কার্যকর পানি, জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
শনিবার রাজধানীর পানি ভবনে আয়োজিত ‘চলন বিল পুনরুদ্ধার প্রকল্পের ইনসেপশন কর্মশালা'য় পরিবেশ উপদেষ্টা। ছবি : বাসস

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‌‘চলন বিলের সঙ্গে কৃষিকাজ ও মানুষের জীবন-জীবিকা নিবিড়ভাবে জড়িত। এই বিলের জন্য একটি কার্যকর পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহিষ্ণুতা ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে খাল খনন, রেগুলেটর পরিচালনা ও জীবিকা উন্নয়ন একে অপরকে সহায়তা করে।’

আজ শনিবার রাজধানীর পানি ভবনে হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘চলন বিল পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা’ প্রকল্পের ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চলন বিলের সঙ্গে আমাদের অস্তিত্ব ও আবেগ জড়িত। এর সুরক্ষায় একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। ক্ষতিকর স্থাপনা চিহ্নিত করে অপসারণ এবং কীটনাশকের ব্যবহার হ্রাস করতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে চলন বিলের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব হবে।’

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান।

কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিইজিআইএসের গবেষক তানভীর আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০