রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৯:২২

রাঙ্গামাটি, ২ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কাউখালী উপজেলায় আজ কাভার্ড ভ্যানের চাপায় পাইসি থোয়াই মার্মা (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ রোববার বিকেলে কাউখালী উপজেলার বেতবুনিয়ার পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাইসি থোয়াই মার্মা জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া পূর্ব মনাই পাড়া এলাকার সুইচা অং মার্মার ছেলে এবং কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব শেষ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন পাইসি থোয়াই মার্মা।

পথিমধ্যে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল থেকে রাস্তার উপর ছিঁটকে পড়ে পাইসি থোয়াই মার্মার মাথা থেতলে যায়। গুরুতর অবস্থায় পুলিশ ও স্থানীয়রা পাইসি থোয়াই মার্মাকে উদ্ধার করে পাশ্ববর্তি রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা পাইসির স্ত্রী ও সন্তান-সহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় জেকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক আব্দুর রহিম (৩৮) কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
১০