
কুমিল্লা, ২ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার দেবিদ্বার উপজেলায় আজ কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. নাজমুল হাসান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাজমুল হাসান জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং মালয়েশিয়া প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মো. নাজমুল হাসান। পথিমধ্যে তার মোটরসাইকেলকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলকে আরোহী মো. নাজমুল হাসান ছিঁটকে পড়ে একটি লরি ট্রাকের (চট্ট মেট্রো ঢ-৮১-৩০৩৩) চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, নিহত নাজমুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে।