দুবলার চরে তিন দিনব্যাপী রাসমেলা শুরু

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫৪
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসমেলা ও রাস পূজা উপলক্ষে আজ মোংলা থেকে শত শত পুণ্যার্থী দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন। ছবি: বাসস

বাগেরহাট, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দুর্গম এলাকা আলোরকোল, দুবলার চরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা ও রাস পূজা উৎসব আজ সোমবার থেকে শুরু হয়েছে । 

এ উপলক্ষে আজ সকাল ৮টায় বনবিভাগের কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মোংলার চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে শত শত পুণ্যার্থী স্কটসহ দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন। নিরাপত্তা ব্যবস্থায় স্কট সহযাত্রা এবারই প্রথম।

পুণ্যার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং কেউ যাতে পথিমধ্যে বনাঞ্চলে প্রবেশ করে হরিণ শিকারের সুযোগ না পায় সেজন্য বনবিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাসমেলা, রাস পূজা ও পুণ্যস্নান নির্বিঘ্ন করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত সুন্দরবনে সব প্রকার পর্যটন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে কোনো পর্যটককে বন এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বনবিভাগের পাশাপাশি কোস্টগার্ডও সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘রাস উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জলদস্যু ও বনদস্যু দমনেও কঠোর অবস্থানে রয়েছে বনবিভাগ ও কোস্টগার্ড।’

এছাড়া দুবলার চরে পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত রয়েছে। বনরক্ষীরা গতকাল ও আজ প্লাস্টিক বর্জ্য অপসারণে কাজ করেছেন। পুণ্যার্থীদের প্লাস্টিক দ্রব্য ব্যবহার না করার জন্যও সতর্ক করা হয়েছে।

প্রতিবছর তিথি অনুযায়ী কার্তিকের শেষ বা অগ্রহায়ণের প্রথমার্ধে ভরা পূর্ণিমায় সুন্দরবনের দুবলার চরে এই রাসমেলা অনুষ্ঠিত হয়। ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূজা ও পুন্যস্নানের মাধ্যমে তারা আত্মিক পরিশুদ্ধি ও পরিপূর্ণতা লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০