নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে সভা

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৪
নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

নওগাঁ, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় বন্ধন ধামইরহাট অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধনের পাঁচবিবি প্রধান কার্যালয়ের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী।

এরিয়া ম্যানেজার মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ।

এছাড়াও তরুণদের মধ্য থেকে ইউসুফ আলী, নূরী ইয়াসমিন, হারুন উর রশীদ বক্তব্য দেন।

বক্তাগণ তরুণদের উদ্যোক্তা হওয়া, উদ্ভাবনী সেবা, সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্তকরণ নিয়ে আলোচনা করেন। যুব উন্নয়ন কার্যালয় থেকে বিভিন্ন ট্রেডে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়ে থাকে বলে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার জানান। কারিগরি বিভিন্ন কাজে সহযোগিতা করা হবে বলে জানান বন্ধন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০