বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০

চট্টগ্রাম (দক্ষিণ), ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) :সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. আনোয়ারকে (৪০) গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ ইউনিট।

গতকাল রোববার গ্রেপ্তার আনোয়ারকে আদালতে হাজির করা হলে তিনি বাবাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

এর আগে শনিবার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত মীর মজিবুর রহমান খান (৭০) নগরের কোতোয়ালী থানার বাসিন্দা ছিলেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ২০২৪ সালের ৭ জুন সকালে মীর মজিবুর রহমানকে বাড়ি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করলে আদালত পিবিআইকে মামলার তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তে হত্যার ঘটনার প্রমাণ পেয়ে ছেলে আনোয়ারকে গ্রেপ্তার করে পিবিআই। তাকে আদালতে হাজির করা হয়। 

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আনোয়ার বলেন, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই তিনি বাবা মীর মজিবুর রহমান খানকে হত্যা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, আনোয়ারসহ কয়েকজন আসামি পূর্বপরিকল্পিতভাবে এক নারীকে ব্যবহার করে ভুক্তভোগী মীর মজিবুর রহমান খানকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে বাসায় নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে। পরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর লাশ গুমের চেষ্টা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০