হিসাবরক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়নে ইউজিসি ও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সভা

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৭:২৮
ছবি: ইউজিসি জনসংযোগ দপ্তর

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের হিসাবরক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিট বিভাগের সঙ্গে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগের প্রতিনিধিদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ইউজিসি সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউজিসি’র অডিট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের সভাপতিত্বে সভায় ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আর্থিক (এফআরসি) প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগের নির্বাহী পরিচালক মো. তারেক কামাল উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা এবং একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আ. মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে প্রচলিত হিসাবরক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবং একটি সুনিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়াও তিনি এফআরসি প্রণীত হিসাব সংরক্ষণের পাঁচটি ফ্রেমওয়ার্কের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ উপযোগী ফ্রেমওয়ার্ক নির্ধারণের বিষয়ে আলোচনা করার জন্য এফআরসি প্রতিনিধিদের আহ্বান জানান।

সভায় এফআরসি‘র নির্বাহী পরিচালকরা দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের হিসাবরক্ষণের উপযোগী আন্তর্জাতিকভাবে গৃহীত ও মানসম্পন্ন স্ট্যান্ডার্ডসমূহ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ইউজিসি ও এফআরসি যৌথভাবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের হিসাব ও নিরীক্ষার স্ট্যান্ডার্ডস প্রণয়ন এবং আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে কমিশন সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একটি অভিন্ন প্লাটফর্মে আনয়নের জন্য সফ্‌টওয়্যার চালুর বিষয়ে একমত পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০