চট্টগ্রামে ভোক্তা অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা 

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৭:২৮
আজ চট্টগ্রামে ভোক্তা অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা । ছবি : বাসস

চট্টগ্রাম, ৩ নভেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির যৌথ অভিযানে চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করে। 

অভিযানে নগরীর কোতোয়ালি এলাকায় মেহমান হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতকরণ, রান্না করা বাসি তরকারি, কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে সংরক্ষণ, কেমিক্যালের রং ব্যবহার করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকলিয়া এক্সেস রোডের সিজল নামের একটি প্রতিষ্ঠানে পণ্যের মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাজাখালী এলাকায় তোফাজ্জল হোসেন মুড়ির মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুদি সংরক্ষণ করা ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে মুড়ি প্রস্তুত করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ ও মো. আফতাবুজ্জামান। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০