সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৫
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষে ১ম বিশ্ববিদ্যালয় দিবস-উদযাপন করা হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় সুবিপ্রবির শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।

সুবিপ্রবির প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুনামগঞ্জ সোনালী ব্যাংকের ডিজিএম হিমাংশু আচার্য্য, ১ম ব্যাচের শিক্ষার্থী তাকবিল, গোলাম মওলা তাইমুম, সোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০