রাজবাড়ীতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯
রাজবাড়ীতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে জেলা প্রশাসন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, গ্রাম আদালত হচ্ছে ন্যায়বিচারের প্রথম ধাপ। গ্রামীণ জনগোষ্ঠীর সহজ, সাশ্রয়ী ও দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

তিনি গ্রাম আদালতের সচলতা, রায় বাস্তবায়ন ও জনগণের আস্থা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ডি ডি এল জি র উপ পরিচালক ডা. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, জেলা সমন্বয়কারী (গ্রাম আদালত প্রকল্প), ৫ উপজেলার ইউএনও, জেলা ও উপজেলা পরিষদের প্রতিনিধিগন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, আইনজীবী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলার গ্রাম আদালতগুলোর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, মামলার নিষ্পত্তির হার সন্তোষজনক হলেও সচেতনতা ও রায় বাস্তবায়নের ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের জনবল সংকট,  চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সভা শেষে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও জনবান্ধব করা সম্ভব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু যৌন নির্যাতন প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
১০