গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র এস এম জিলানী

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৪:৩৮
গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি’র এস এম জিলানী মনোনয়ন পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল। ছবি: বাসস

গোপালগঞ্জ, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগি সংগঠন।

মিছিলটি উপজেলা শিল্পকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘এস এম জিলানীকে মনোনয়ন দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা এস এম জিলানীর পক্ষে দীর্ঘদিন ধরে কোটালীপাড়ায় গণসংযোগ করে আসছি। মনোনয়নের মধ্যে দিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। এস এম জিলানীকে মনোনয়ন দেয়ায় বিএনপির সকল নেতাকর্মী আজ আনন্দিত। এ আসনের ভোটাররা এবার এস এম জিলানীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা আশাবাদী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০