
বাগেরহাট, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুন্দরবনের দুবলার চরে শতাব্দী প্রাচীন ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল সুরক্ষা এবং বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কোস্ট গার্ড।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া রাস পূর্নিমা তিনদিন চলবে। এবছরও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে প্রায় দুই শতাব্দী পুরনো ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, বন বিভাগসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে বন্যপ্রাণী শিকার রোধ ও তীর্থযাত্রীদের নিরাপত্তায় বিশেষ টহল পরিচালনা করছে কোস্ট গার্ড।
উৎসব চলাকালীন সময়ে কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন ও আউটপোস্টসমূহ নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ডুবুরি দল প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে পরিচালিত অভিযানে ২৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬৩টি দেশীয় অস্ত্র, ৩৬৬ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং জিম্মি থাকা ৬ জন নারীসহ ৪৮ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৪২ জন বনদস্যুকে আটক করা হয়।
এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানে ৭২০ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা, পা এবং ৪০০টি ফাঁদসহ ২৪ জন হরিণ শিকারিকেও আটক করা হয়েছে।
তিনি তীর্থযাত্রী ও দর্শনার্থীদের উদ্দেশে বলেন,‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব সফলভাবে, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে