এআইইউবি শিক্ষার্থীদের নিয়ে ডিএসই ট্রেনিং একাডেমির পুঁজিবাজার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৪
আজ এআইইউবি শিক্ষার্থীদের নিয়ে ডিএসই ট্রেনিং একাডেমির পুঁজিবাজার বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

ঢাকা, ৯ নভেম্বর ২০২৫ (বাসস) : পুঁজিবাজারভিত্তিক একাডেমিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থীদের নিয়ে ডিএসই ট্রেনিং একাডেমিতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে আয়োজিত এ কর্মশালার অংশ হিসেবে এআইইউবি’র এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলমের নেতৃত্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেনিলো জি. মর্জি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই পরিচালক মেজর জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান (অব.)। 

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। তিনি শিক্ষার্থীদের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করে বলেন, বর্তমান প্রজন্মকে পুঁজিবাজার সম্পর্কে সঠিক ধারণা প্রদান ও অংশগ্রহণে উৎসাহিত করাই এ কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, স্টক মার্কেট অপারেশনস, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, প্রবৃদ্ধি সম্ভাবনা, এবং বিনিয়োগ কৌশলসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ মালয়েশিয়ায় সেমিকন্ডাক্টর রোড শো আয়োজন করবে
খুবি উপাচার্যের সাথে নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়
অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্ত এলাকার ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
১০