চাঁদপুরে পৃথক অভিযানে দুই শতাধিক যানবাহনে তল্লাশি

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৮
আজ রোববার চাঁদপুরে পৃথক অভিযানে দুই শতাধিক যানবাহনে তল্লাশি। ছবি : বাসস

চাঁদপুর, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে পুলিশ ও সেনাবাহিনী পৃথক চেক পোস্ট বসিয়ে ২৯০টি যানবাহনে তল্লাশি চালিয়েছে। 

এ সময় ২৯টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি।

আজ রোববার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালি মসজিদ সংলগ্ন ফরিদগঞ্জ-রায়পুর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ১১০টি যানবাহনে তল্লাশি চালিয়ে চালক ও প্রাইভেটকার মালিকের বিরুদ্ধে মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে ১৮০টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির মালিকের বিরুদ্ধে ১৬টি মামলা করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ মালয়েশিয়ায় সেমিকন্ডাক্টর রোড শো আয়োজন করবে
খুবি উপাচার্যের সাথে নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়
অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্ত এলাকার ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
দুদকের তিনটি অভিযান: বিদ্যুৎ, জলবায়ু তহবিল ও স্বাস্থ্যসেবায় অনিয়ম 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
১০