ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৭
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: বাসস

ঝিনাইদহ, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস): ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক রেজা জেলার শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। তিনি মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলে করে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান। পথে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলায় পৌঁছালে রাস্তার ওপর রাখা বালুর স্তুপে মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন। 

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালক নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপস ও জাহাজ নির্মাণসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করে প্রবৃদ্ধি চান জাপানের প্রধানমন্ত্রী
সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস
রাঙ্গামাটিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি চাল জব্দ
পটুয়াখালীতে ইউপি প্রশাসক ও চেয়ারম্যানদের ডিএমআইই বিষয়ক প্রশিক্ষণ
রংপুরে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি
ঢাবিতে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ৬৩ ছাত্রী
গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
১০