পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৬ আপডেট: : ১১ নভেম্বর ২০২৫, ১২:২৮
ছবি: বাসস

পঞ্চগড়, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : হিমালয়ের কন্যা খ্যাত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যার বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। ফলে জেলার জনজীবনে অনুভূত হচ্ছে একসঙ্গে শীত ও গরমের মিশ্র আবহাওয়া।

আজ মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন সোমবার একইস্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমে গেছে।

এদিকে, ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে কুয়াশার সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপস ও জাহাজ নির্মাণসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করে প্রবৃদ্ধি চান জাপানের প্রধানমন্ত্রী
সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস
রাঙ্গামাটিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি চাল জব্দ
পটুয়াখালীতে ইউপি প্রশাসক ও চেয়ারম্যানদের ডিএমআইই বিষয়ক প্রশিক্ষণ
রংপুরে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি
ঢাবিতে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ৬৩ ছাত্রী
গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
১০