
ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বাসস) : দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমলসহ রাজধানীর সব বাজার আগামীকাল স্বাভাবিকভাবে খোলা থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আজ রাজধানীতে স্থায়ী কমিটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সারা দেশের দোকানপাট, বাণিজ্যিক কেন্দ্র এবং শপিংমলগুলো স্বাভাবিকভাবে খোলা থাকবে।