
খুলনা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়ন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইপিআই কর্মসূচির আওতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সংক্রান্ত দ্বিতীয় সমন্বয় সভায় একথা জানানো হয়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ শাহ গতকাল বুধবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ।
গত ১২ অক্টোবর নগরীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি ১ লাখ ৭২ হাজার ৩৭০ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েডের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৪% শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে সভায় জানানো হয়।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২৫২ জন ঠিকাদার এবং ৩৫০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়।
সভায় টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে কেসিসি প্রশাসক মো. ফিরোজ শাহ বলেন, টাইফয়েড জ্বরের সংক্রমণ প্রতিরোধে সরকার জনগুরুত্বপূর্ণ এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি শিশু স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত এ টিকাদান ক্যাম্পেইনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাই শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবার আন্তরিক প্রচেষ্টা থাকা জরুরি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশন খুলনার উপপরিচালক মো. রফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআই এমও ডা. নাজমুর রহমান সজিব, ইউনিসেফ-এর ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস কুমার হালদার, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সদর থানা শিক্ষা কর্মকর্তা মো: শাহ্জাহান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।