ডিএমপি কমিশনারের খণ্ডিত ভিডিওতে কৃত্রিম স্বর যোগ করে মিথ্যা রিল প্রচার

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:০৮

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করেছে ‘আবার ৭১’ নামের একটি ফেইসবুক পেইজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বানোয়াট ও পরিকল্পিত প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (বৃহস্পতিবার) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নেয় ডিএমপি।

নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন পদক্ষেপের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়াতে কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করছে ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, এসব হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্যও নেটিজেনদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
পটুয়াখালীতে আমন ধানে পোকার আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষকেরা 
জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠান: আদেশ জারি
অভ্যুত্থানের পর অর্থনীতির সব সূচক ইতিবাচক ধারায় ফিরেছে: প্রধান উপদেষ্টা
মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট প্রকাশ করেছে এসইসি
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি ও সুদানে উত্তেজনা হ্রাসের আহ্বান জানালো জি-৭
ফুটবলার তৃষ্ণাকে জমিসহ ঘর উপহার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন গ্রেফতার
জয়পুরহাটে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
১০