বিএনপি মহাসচিবের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৪৬
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ ( বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

শামা ওবায়েদ জানিয়েছেন, ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আগ্রহ প্রকাশ এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশা ব্যক্ত করেন।

তিনি আরও জানান, বিএনপি মহাসচিবও ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং গণতন্ত্র ও উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু : তথ্য উপদেষ্টা
জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট : প্রধান উপদেষ্টা
ডিএমপি কমিশনারের খণ্ডিত ভিডিওতে কৃত্রিম স্বর যোগ করে মিথ্যা রিল প্রচার
পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে ৩৭ জনের প্রাণহানি
খুলনায় কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময়
ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ অনুষ্ঠিত
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় প্রত্যাশা করছি: চিফ প্রসিকিউটর
মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
১০