
রাজবাড়ী, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা বাসে অপর বাসের ধাক্কায় ১৩ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্য নিশ্চিত করে পাংশা হাই ওয়ে থানার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, কুষ্টিয়াগামী নিউ রাজন পরিবহনের একটি বাসে যাত্রী উঠা নামার জন্য রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এ সময় এস বি পরিবহনের একটি বাস এটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাজন পরিবহনের বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ১৩ যাত্রী আহত হন।
কালুখালী থানার পুলিশ ইনচার্জ সাহাদাত হোসেন জানান, আহতদের মধ্যে লিজা (২৫) নামের এক যাত্রী মাথায় গুরত্বর আঘাত পাওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদরে স্থানীয়দের সহায়তায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফারজানা ইসলাম জানান, আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক মহিলা যাত্রীকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।