লকডাউনের প্রভাব পড়েনি গাজীপুরে

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৫৩
ছবি : বাসস

গাজীপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে গাজীপুরের জনজীবনে কোনো প্রভাব পড়েনি। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা ও মহানগরীর বিভিন্ন হাট-বাজার, শপিংমহল, মার্কেট, দোকানপাট ও বাজারগুলোর প্রতিদিনের ন্যায় আজকেও স্বাভাবিক রয়েছে।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ ও আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সম্ভাব্য নাশকতা ঠেকাতে গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার নজরদারি রাখছে।  

সরেজমিনে দেখা গেছে, নগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের একাধিক পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মোবাইল টহল, চেকপোস্ট ও সন্দেহজনক যানবাহন তল্লাশির কার্যক্রমও অব্যাহত আছে।

এদিকে গাজীপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশ, র‌্যাব, সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। 
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি, এনসিপি ও জামায়াতের দলীয় নেতাকর্মীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। 

তারা জানান, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা যেন জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে সে জন্য তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীলতা জোরদারে উদ্যোগ নিয়েছে সরকার
লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুকে লালন করেন মাহিন
নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের সময়সীমা বাড়ালো বিএসইসি
যুক্তরাষ্ট্রে শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ
দায়িত্বে অবহেলার কারণে ঢাবি’র ৫ নিরাপত্তা প্রহরী সাময়িকভাবে বরখাস্ত
স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই
সাতক্ষীরায় বিএনপির মনোনীত প্রার্থী হাবিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
মাদারীপুরে বিনামূল্যে গাভি বিতরণ 
এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ : এ্যানি
ঢাবিতে উচ্চশিক্ষায় মান নিশ্চয়তা বিষয়ক জাতীয় কনফারেন্স
১০