
গাজীপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে গাজীপুরের জনজীবনে কোনো প্রভাব পড়েনি।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা ও মহানগরীর বিভিন্ন হাট-বাজার, শপিংমহল, মার্কেট, দোকানপাট ও বাজারগুলোর প্রতিদিনের ন্যায় আজকেও স্বাভাবিক রয়েছে।
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ ও আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সম্ভাব্য নাশকতা ঠেকাতে গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার নজরদারি রাখছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের একাধিক পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মোবাইল টহল, চেকপোস্ট ও সন্দেহজনক যানবাহন তল্লাশির কার্যক্রমও অব্যাহত আছে।
এদিকে গাজীপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব, সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি, এনসিপি ও জামায়াতের দলীয় নেতাকর্মীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন।
তারা জানান, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা যেন জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে সে জন্য তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।