নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের সময়সীমা বাড়ালো বিএসইসি

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:২৯

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ (বাসস) : স্টক ব্রোকার, স্টক ডিলার এবং মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা বর্ধিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের যথাক্রমে ৯ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত ৯৮২তম ও ৯৮৪তম সভায় বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত বোর্ড অনুমোদিত অ্যাকশন প্ল্যান পর্যালোচনা শেষে সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেড, অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড, ইসি সিকিউরিটিজ লিমিটেড, যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেডের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে।

কমিশন জানিয়েছে, বর্ধিত সময়কালে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিট সম্পদ ও ঘাটতি সংক্রান্ত বিধান পরিপালনে সাময়িক শিথিলতা থাকবে।

এ সংক্রান্ত কমিশনের বিস্তারিত আদেশ বিএসইসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৩ নভেম্বর বিপিএলের নিলাম
কুলসুমের ব্রোঞ্জ জয়
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ
উপদেষ্টা পরিষদে বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি সংক্রান্ত অধ্যাদেশের খসড়া অনুমোদন
নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯.৬ শতাংশ বৃদ্ধি
শ্রমিকের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে : শ্রম উপদেষ্টা
হুমায়ুন আহমেদের চরিত্রের মতোই জনপ্রিয় হতে চান আরচ্যারীর হিমু
এক জমি থেকেই বছরে মিলবে তিন ফসল  
সংসারের ভার কাঁধে নিয়েও রূপার তীর ছুঁড়লেন বন্যা
জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
১০