মাদারীপুরে বিনামূল্যে গাভি বিতরণ 

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:১৭
আজ মাদারীপুরে বিনামূল্যে গাভি বিতরণ । ছবি : বাসস

মাদারীপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাদারীপুরের শিবচরে অসহায়দের মধ্যে বিনামূল্যে গাভি বিতরণ করা হয়েছে। এ সময় গাভি পালনের প্রশিক্ষণও দেওয়া হয়।  

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির (ভিডিএস) উদ্যোগে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্মসূচির অর্থায়ন করে।

এ সময় বাঁশকান্দি ইউনিয়নের ৭ হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভি বিতরণ করা হয়। একইসঙ্গে উপকার ভোগীদের গাভি পালন প্রশিক্ষণ দেওয়া হয়। 
বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: সরোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদল এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ বি এম সৌরভ রেজা শিহাব।

উল্লেখ, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত ১৯৮৫ সাল থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূটি নিয়ে কাজ করে আসছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে : শ্রম উপদেষ্টা
হুমায়ুন আহমেদের চরিত্রের মতোই জনপ্রিয় হতে চান আরচ্যারীর হিমু
এক জমি থেকেই বছরে মিলবে তিন ফসল  
সংসারের ভার কাঁধে নিয়েও রূপার তীর ছুঁড়লেন বন্যা
জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
তেজগাঁও স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন : ২ জন কারাগারে
আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে: গোলাম পরওয়ার
ঢাকায় চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিল্ড, পাওয়ার ও ওয়াটার এক্সপো
ঘরের মাঠে সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড বাংলাদেশের
নাটোরে বাউয়েটের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী শোভাযাত্রা
১০