চাঁদপুরে সব রুটে যান চলাচল স্বাভাবিক

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৬
চাঁদপুর, ১৩ নভেম্বর সব রুটে যান চলাচল স্বাভাবিক। ছবি : বাসস

চাঁদপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে চাঁদপুরে সড়ক, রেল ও নৌপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আন্ত:জেলা বাস, ঢাকাগামী লঞ্চ ও চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর ছেড়ে গেছে।

সকাল থেকে শহরের সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ফজরের নামাজের পর শহরে গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ছিল স্বাভাবিক এবং অফিস-আদালতে কোনো ধরনের প্রভাব পড়েনি। 

এর আগে গতকাল সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে কর্মসূচি পালন করতে মাঠে নামতে দেখা যায়নি।

চাঁদপুর লঞ্চ ঘাটের মালিক প্রতিনিধি শওকত আলী বলেন, আজকে সকাল থেকে সব লঞ্চ ছেড়ে গেছে।

চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান খান বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা সব সময় মাঠে আছি এবং থাকবো। 

চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, বেশ কয়েকদিন ধরেই পুলিশ খুবই সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত চাঁদপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীলতা জোরদারে উদ্যোগ নিয়েছে সরকার
লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুকে লালন করেন মাহিন
নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের সময়সীমা বাড়ালো বিএসইসি
যুক্তরাষ্ট্রে শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ
দায়িত্বে অবহেলার কারণে ঢাবি’র ৫ নিরাপত্তা প্রহরী সাময়িকভাবে বরখাস্ত
স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই
সাতক্ষীরায় বিএনপির মনোনীত প্রার্থী হাবিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
মাদারীপুরে বিনামূল্যে গাভি বিতরণ 
এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ : এ্যানি
ঢাবিতে উচ্চশিক্ষায় মান নিশ্চয়তা বিষয়ক জাতীয় কনফারেন্স
১০