ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,২৬৮টি মামলা

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৪

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, পাঁচটি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ২৯২টি মোটরসাইকেলসহসহ মোট ৪৫৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, চারটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে দুইটি বাস, পাচটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ২২০টি মোটরসাইকেলসহ মোট ৩২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে চারটি বাস, তিনটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ২৬৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে আটটি বাস, আটটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে একটি বাস, তিনটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান ১৭ টি সিএনজি ও ১৮০ টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৩৪ টি গাড়ি ডাম্পিং ও ৮৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বুধবার (১২ নভেম্বর) ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই
সাতক্ষীরায় বিএনপির মনোনীত প্রার্থী হাবিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ : এ্যানি
ঢাবিতে উচ্চশিক্ষায় মান নিশ্চয়তা বিষয়ক জাতীয় কনফারেন্স
গিনিতে ডিসেম্বরের ভোটের জন্য জান্তা প্রধানসহ ৮ প্রার্থী অনুমোদিত
ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ
চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
পটুয়াখালীতে আমন ধানে পোকার আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষকেরা 
১০