
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, পাঁচটি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ২৯২টি মোটরসাইকেলসহসহ মোট ৪৫৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, চারটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে দুইটি বাস, পাচটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ২২০টি মোটরসাইকেলসহ মোট ৩২৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে চারটি বাস, তিনটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ২৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে আটটি বাস, আটটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে একটি বাস, তিনটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান ১৭ টি সিএনজি ও ১৮০ টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৩৪ টি গাড়ি ডাম্পিং ও ৮৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বুধবার (১২ নভেম্বর) ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।