বগুড়ায় বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারি আটক

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:১৬
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়। ছবি : বাসস

বগুড়া, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও র‌্যাবের একটি দল। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিক্রির সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাত ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জানে আলম সাদিফ এবং র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ১০০টি বাড়ি তল্লাশি করা হয়।

অভিযানে ১৭৮ বোতল দেশি মদ (কেরু), ৪৩ বোতল (২১.৫ লিটার) বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৩৫ গ্রাম হেরোইন ও ৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ১৮টি ডিজিটাল ওয়েট মেশিন, ৩টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
লকডাউনের প্রভাব পড়েনি গাজীপুরে
‘রান উইথ শিবির’ কর্মসূচিকে ছাত্রলীগের বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ
চাঁদপুরে সব রুটে যান চলাচল স্বাভাবিক
লালমনিরহাটে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক ৫
২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,২৬৮টি মামলা
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
১০